ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ৫ খুন: মাহফুজের ৭ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
না.গঞ্জে ৫ খুন: মাহফুজের ৭ দিনের রিমান্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত মাহফুজকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।



নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মাহফুজকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে সোমবার সন্ধ্যায় আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শনিবার (১৬ জানুয়ারি) রাতেই ঘটনাস্থল থেকে মাহফুজকে আটক করে পুলিশ। এছাড়া নিহত তাসলিমা ও মোরশেদুলের খালাতো ভাই দেলোয়ার হোসেন ও শাহাদাতকেও আটক করে পুলিশ।

এদিকে রোববার (১৭ জানুয়ারি) সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রোববার রাতে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেন পুলিশ সুপার।

উল্লেখ্য, শনিবার (১৬ জানুয়ারি) রাতে বাবুরাইল এলাকা থেকে তাসলিমা, তার ছেলে শান্ত ও মেয়ে সুমাইয়া, ভাই মোরশেদুল ওরফে মোশারফ ও তার জা লামিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬/আপডেট: ১৯০০ ঘণ্টা
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।