ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ১৪ লাখ জাল টাকাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
নীলফামারীতে ১৪ লাখ জাল টাকাসহ আটক ৩

নীলফামারী: ১৪ লাখ জাল টাকাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
আটক ব্যক্তিরা হলেন-দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হলদীবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে মিনহাজুল ইসলাম (৩৮), মীরপাড়ার আব্দুল মতিনের ছেলে সুমন চৌধুরী (২৪) ও দোয়ানিয়া উত্তর পাড়ার মৃত বশির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (২৯)।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার বড় চন্ডিপুর তিলাই নদীর ব্রিজ এলাকা থেকে এক হাজার টাকার ১৪০০ জাল নোটসহ মিনহাজুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরিতে জড়িত অপর দু’জনকে টাকা তৈরির উপকরণসহ(কম্পিউটার সরঞ্জমাদী) আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

র‌্যাব নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার নাঈমুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে একটি চক্র জাল টাকা তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে তাদের পাবর্তীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।