ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দায়িত্বশীল ভূমিকা পালন করুন, গণমাধ্যমকে স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
দায়িত্বশীল ভূমিকা পালন করুন, গণমাধ্যমকে স্পিকার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।



স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণমাধ্যম একটি বিকাশমান খাত। জনমত গঠনে এ খাতের  ভূমিকা অপরিসীম। তাই জনমত গঠন ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে।

‘অবাধ তথ্য প্রবাহের এ যুগে সাধারণ জনগণে কথা তুলে ধরে, সব শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ও গণতন্ত্রকে সমুন্নত রেখে কাজ করে যেতে হবে। ’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ ও এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুনার রশিদ, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী ও সাবিনা আক্তার তুহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।