ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি আ‍জান ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি আ‍জান ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা: বিমান বাহিনীর আন্তঃঘাঁটি আজান ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা সেনানিবাস বিএএফ ঘাঁটির বঙ্গবন্ধু বাফওয়া অডিটরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বাশার বিজয়ী এবং বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান উপ-বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর সার্জেন্ট মো. আজিমুল আজান ও ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।

এর আগে গত ১৭ জানুয়ারি স্থানীয় ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর এম ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।