ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীতে কম্বল পেলো সারিয়াকান্দির দেড় হাজার মানুষ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
শীতে কম্বল পেলো সারিয়াকান্দির দেড় হাজার মানুষ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দেড় হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে এসব কম্বল বিতরণ করা হয়।



সাবেক এমপি কাজী রফিকের সরকারপাড়ার বাসভবনে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সহ সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।

এ সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পৌরসভার মেয়র টিপু সুলতান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পন্টন, বিএনপি নেতা লাল মাহমুদ লাল, ইলিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সভাপতি তারাজুল ইসলাম ফনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।