ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ আহত

কক্সবাজার: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের ইনানীতে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ইনানী সড়কের সোনারপাড়া রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।



আহত পুলিশ সদস্যরা হলেন, ইয়াজ উদ্দিন (২২) ও মোহাম্মদ ছাবের (২৫)। ইয়াজ উদ্দিন স্থানীয় নুর নবীর ছেলে। মোহাম্মদ ছাবের চট্টগ্রামের মনির আহম্মদের ছেলে। তারা দুইজনই ইনানী পুলিশ ফাঁড়িতে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরমুখী মোটরসাইকেলটির সঙ্গে টেকনাফের শাপলাপুরমুখী যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে রাস্তা থেকে ছিটকে পড়ে মোটরসাইকেল। পরে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আর যাত্রীবাহী বাসটি (কক্স-ট-১১-০০৩৭) জব্দ করা হয়।

সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, আহতদের অবস্থা আশংকাজনক। বিশেষ করে ইয়াজ উদ্দিনের মাথা, হাত ও পায়ে মারাত্মক আঘাত লেগেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য চমেকে প্রেরণ করা হয়েছে।

আহতদের হাসপাতালে দেখতে আসা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফেরদৌস আলী বাংলানিউজকে জানান, আহতদের উন্নত চিকৎসার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।