ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
রাজবাড়ীতে শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সেবা বৃদ্ধি ও বৈষম্য নিরসনের লক্ষে শিশু সুরক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে এ কর্মশালা হয়।



সেভ দ্য চিলড্রেনের চেতনা প্রকল্প আয়োজিত এ কর্মশালায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, নিরাপত্তা, যৌন হয়রানি রোধ, অবজ্ঞা ও নানা ধরনের শিশু বৈষম্য দূরসহ নানা দিক নিয়ে আলোচনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. শাহাদাত হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন সদরের ইউএনও দেওয়ান মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার প্রামাণিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আজমীর হোসেন।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহিম বকস্, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, প্রবেশন কর্মকর্তা মনির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. হাফিজ আল আসাদ, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা ফকির আব্দুর জব্বার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।