ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় নরডিক দূতাবাসের উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ঢাকায় নরডিক দূতাবাসের উদ্বোধন

ঢাকা: ঢাকায় ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের যৌথ দূতাবাস (নরডিক দূতাবাস) উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ তিন দূতাবাস উদ্বোধন করেন তিনি।



উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ড্যানিশ কর্মসংস্থানমন্ত্রী জর্ন নিরগার্ড লারসেন, নরওয়ের বাণিজ্য, শিল্প ও মৎস্য প্রতিমন্ত্রী দাইলেক আয়হান, গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’র (জিএফএমডি) মুখপাত্র ও সুইডেনের রাষ্ট্রদূত ইভা আকারমেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, এই তিনটি দেশের মধ্যে ভাষা ও সংস্কৃতির মিল রয়েছে। বাংলাদেশে দেশগুলোর কার্যক্রমও প্রায় একই ধরনের। সমন্বিতভাবে এসব কাজ পরিচালনায় এ যৌথ দূতাবাস বিশেষ ভূমিকা রাখবে।

এর আগে ঢাকায় যৌথভাবে জার্মানি ও ফ্রান্সের দূতাবাস চালু হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯ ২০১৬
জেপি/ওএইচ/আরএইচ

** ঢাকায় নরডিক দূতাবাসের উদ্বোধন মঙ্গলবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।