ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সড়ক দুর্ঘটনা রোধে কমিউনিটি পুলিশিং ট্রেনিং দেওয়া হচ্ছে’

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
‘সড়ক দুর্ঘটনা রোধে কমিউনিটি  পুলিশিং ট্রেনিং দেওয়া হচ্ছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  এ কে এম  শহিদুল  হক  জানিয়েছেন, মহাসড়কে সড়ক  দুর্ঘটনায় অনেক মানুষ  মারা  যাচ্ছে। এগুলো  প্রতিরোধে কমিউনিটি  পুলিশিং ট্রেনিং দেওয়া  হচ্ছে।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে  ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার  ট্রাকস্ট্যান্ডে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঢাকা জেলা পুলিশের আয়োজনে ‘পুলিশিই জনতা,জনতাই পুলিশ’  এই স্লোগানে এই কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সাভারের  তিনটি  গ্রামের মাদক  ব্যবসায়ীদের  মাদক  ব্যবসা থেকে সরিয়ে পুলিশে চাকরি দেওয়া হচ্ছে জানিয়ে আইজিপি বলেন, সাভারের  ৩৫ জন  মাদক ব্যবসায়ীকে ড্রাইভিং প্রশিক্ষণ  দিয়ে  বিভিন্ন বেসরকারি  প্রতিষ্ঠানে চাকরি  দেওয়া হচ্ছে।

পাশাপাশি বিগত ২/৩ বছরে প্রায় তিন হাজার পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন উল্লেখ করে এর মধ্যে ১৯ জন নিহত হয়েছেন বলে জানান তিনি।

আইজিপি বলেন, কমিউনিটি  পুলিশে যুদ্ধাপরাধী  ও জামায়াত  শিবিরের নেতা-কর্মীদের নেওয়া  হবে না। দেশ থেকে জঙ্গি ও  মাদক  নির্মূল করতে হবে।

এ সময় নেতিবাচক সংবাদ পরিবেশন  করে  পুলিশের  মনোবল  নষ্ট  না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক।

মঙ্গলবার বিকেলে আমিনবাজার বাসস্ট্যান্ডে বেলুন ও পায়রা উড়িয়ে  কমিউনিটি পুলিশিং সমাবেশের উদ্বোধন করেন  আইজিপি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি  বর্ণাঢ্য  র‌্যালি বের হয়।   র‌্যালির পর সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরও যোগ  দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকার জেলা প্রশাসক মো.তোফাজ্জেল মিয়া, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা।

ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি এস.এম মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.আসাদুজ্জামান মিয়া।

রাতে মাদক  বিরোধী  কনসার্টের মধ্য  দিয়ে  এ  পুলিশিং  সমাবেশ  শেষ হবে। সঙ্গীত পরিবেশন করবেন  সংসদ সদস্য  ও জনপ্রিয় কণ্ঠশিল্পী  মমতাজ বেগম।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯,২০১৬
হাসিব/জেডএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।