ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেএমবির কার্যক্রমে স্থবিরতা এসেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেএমবির কার্যক্রমে স্থবিরতা এসেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

রাজশাহী: র‌্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ বলেছেন, ৩ মাস আগে জেএমবি মাথা চাড়া দেয়। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের ফলে তাদের কার্যক্রমে স্থবিরতা এসেছে।



সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা হয় গ্রেফতার হয়েছেন, না হয় বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজশাহীর বাগমারায় আহমেদিয়া মসজিদে হামলা প্রসঙ্গে র‌্যাব প্রধান বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। তবে, পরিচয় শনাক্তে সব বাহিনী এক সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ওই যুবক নিশ্চই কারো সন্তান, কারো ভাই কিংবা কোনো স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তাও যদি না করে থাকে তাহলে তো রাখালের কাজ হলেও করেছেন।

তাই তার পরিচয় জানিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার পরিচয় মিললেই ওই ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার নিশারুল আরিফ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন ও র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসএস/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।