ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নতুন ব্রিটিশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
নতুন ব্রিটিশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক রাষ্ট্রপতি আবদুল হামিদ এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এর মধ্য দিয়ে এদেশে তার ওপর অর্পিত দায়িত্বের আনুষ্ঠানিকতা শুরু করলেন তিনি।



মঙ্গলবার( ১৯ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে তার পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ব্রিটিশ দূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, দু’দেশের মধ্যেকার সম্পর্ক খুবই প্রাচীণ এবং দিনে দিনে তা আরও দৃঢ় হচ্ছে। দু’দেশের মধ্যেকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে অত্যন্ত চমৎকার। অনেক ব্রিটিশ উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগ করছে এবং ভালো ভাবমূর্তি নিয়ে ব্যবসা করছে।

ব্লেইক বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করে বলেন, তিনি বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষে তার
প্রয়াস চালিয়ে যাবেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, ১৩ জানুয়ারি ঢাকায় আসেন ব্রিটিশ কূটনীতিক অ্যালিসেন ব্লেক। পরিচয়পত্র পেশের পরদিন বুধবার (২০ জানুয়ারি)  ঢাকায় নতুন কর্মস্থলে কাজের বিভিন্ন দিক নিয়ে প্রথমবারের মতো ব্রিটিশ হাইকমিশনে সংবাদ সম্মেলন করবেন অ্যালিসেন ব্লেক।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।