ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে দুর্বৃত্তদের বোমা হামলায় আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
গাংনীতে দুর্বৃত্তদের বোমা হামলায় আহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে দুর্বৃত্তদের বোমা হামলায় লিখন মিয়া(১৯) নামে এক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার(১৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে এ বোমা হামলার ঘটনা ঘটে।



আহত লিখন মিয়া কসবা গ্রামের আয়ূব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রাতে স্থানীয় ইউপি সদস্য মীর শুকুর আলীর সঙ্গে তার বাড়িতে যাচ্ছিলেন লিখন মিয়া। এ সময় দুর্বৃত্তরা শুকুর আলীকে লক্ষ্য করে একটি বোমা ছুঁড়ে মারেন। বোমা হামলায় শুকুর আলী প্রাণে বেঁচে গেলেও লিখন মিয়ার ডান হাত, পা ও মুখমণ্ডল ঝলসে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মকবুল হাসান জানান, লিখন মিয়ার মুখমণ্ডল, ডান হাত, ডান পা সহ শরীরের বিভিন্ন স্থানের মাংস বোমা আঘাতে ঝলছে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।