ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কারা সপ্তাহ উপলক্ষে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বগুড়ায় কারা সপ্তাহ উপলক্ষে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘বন্দির তৈরি পণ্য কিনুন, বন্দি পুনর্বাসনে এগিসে আসুন’- শ্লোগান সামনে রেখে বগুড়ায় কারা সপ্তাহ উপলক্ষে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে কারা ফটকের সামনে জেলার তারেক কামাল বেলুন উড়িয়ে কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।



এসময় ডেপুটি জেলার আল মামুন, তরিকুল ইসলাম, সুবেদার রফিকুল ইসলামসহ জেলা কারাগারের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে কারাবন্দিদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাবে। এরমধ্যে পাট ও বাঁশের তৈরি রকমারি সামগ্রী অন্যতম।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।