ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজউক নিয়ে দুদকের গণশুনানির প্রচারণার উদ্ধোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
রাজউক নিয়ে দুদকের গণশুনানির প্রচারণার উদ্ধোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজউকে সেবা বঞ্চিতদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানির ব্যাপক প্রচারণা চলছে রাজধানীতে।

বুধবার (২০ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে নগরব্যাপী প্রচারণার উদ্বোধন করেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ।



উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দুদক দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে। জনগণ নাগরিক সনদ অনুযায়ী সেবা পাচ্ছে কি না তা যাচাই করতে এ আয়োজন।

এ লক্ষ্যে আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে গণশুনানি হবে। এতে রাজউকের কার্যক্রম সংক্রান্ত অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। সমস্যা নিরসন করে ভুক্তভোগীরা যাতে উন্নত সেবা পান সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা হবে বলেও জানান দুদকের এই কমিশনার।

তিনি জানান, ছাড়পত্র বা নকশা অনুমোদনে হয়রানির শিকার হলে, ক্রয়সূত্রে বা উত্তরাধিকার সূত্রে মালিকানা হস্তান্তর বা নামজারির ক্ষেত্রে হয়রানি বা কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ভোগান্তির শিকার যারা হয়েছেন এবার তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও রাজউক চেয়ারম্যানের সামনেই কথা বলার সুযোগ পাচ্ছেন। মিলতে পারে সমাধানও।

নাসিরউদ্দীন আহমেদ বলেন, গণশুনানির উদ্দেশ্য ধর-পাকড় করা নয় বরং আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা। রাজউক অফিসে কোনো ধরনের হয়রানির শিকার হয়ে থাকলে তাদের গণশুনানিতে দালিলিক তথ্যাদিসহ হাজির হয়ে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণকে সচেতন করার মাধ্যমে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
 
উদ্বোধন শেষে ড. নাসিরউদ্দীন আহমেদ গণশুনানির লিফলেট-পোস্টার সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। এরপর টমটমে (ঘোড়ার গাড়ি) চড়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণসহ গণশুনানির প্রচারণা চালানো হয় দুদকের পক্ষ থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ, ড. মো. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ার, উপ-পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এডিএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।