ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনে উদ্বিগ্ন যুক্তরাজ্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনে উদ্বিগ্ন যুক্তরাজ্য ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু ও স্বাধীন তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। একই সঙ্গে যুক্তরাজ্য এদেশে টেকসই গণতন্ত্র দেখতে চায় বলেও জানান তিনি।



বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর বারিধারায় অবস্থিত ব্রিটিশ ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত এই ব্রিটিশ হাইকমিশনার। ঢাকার ব্রিটিশ হাইকমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) বাংলাদেশ প্রধান সারা কুকও উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে অ্যালিসন ব্লেক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিতে যুক্তরাজ্য উদ্বিগ্ন। ডিএফআইডির অর্থায়নে আইনশৃঙ্খলা বাহিনীকে নানাভাবে সাহয্য করে আসছে ব্রিটিশ সরকার। কিন্তু যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকে, তাদের প্রতি আমরা সাহায্য অব্যাহত রাখতে পারি না। আমরা মনে করি এ ধরনের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু ও স্বাধীন তদন্ত হওয়া উচিত।

এছাড়া বাংলাদেশের আগামী সব নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এমন আশাবাদ ব্যক্ত করে হাইকমিশনার ব্লেক বলেন, সব প্রতিষ্ঠান ও স্টেক হোল্ডারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এবং আরও শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনে যুক্তরাজ্য অবদান রাখতে পারে। আইনের শাসনের মাধ্যমে সুশীল সমাজের বিকাশ ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমৃদ্ধ ও স্থিতিশীল সমাজ বিনির্মাণের সবচেয়ে উত্তমপন্থা।

অ্যালিসন ব্লেক বলেন, বাংলাদেশের বন্ধু ও বৃহত্তম দ্বিপাক্ষিক দাতা হিসেবে যুক্তরাজ্য এ দেশের ভবিষ্যৎ ও দুই দেশের সম্পর্কে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এ দেশের মানুষ ব্রিটিশ সমাজে অপরিমেয় অবদান রেখেছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
জেপি/আইএ

** বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।