ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে চলন্ত ট্রাক থেকে পড়ে হেলপারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
কালিগঞ্জে চলন্ত ট্রাক থেকে পড়ে হেলপারের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে চলন্ত ট্রাক থেকে পড়ে মুকুল সানা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভাড়াশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



মুকুল সানা জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেকি গ্রামের করিম সানার ছেলে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঠাকুরগাঁও থেকে আলু নিয়ে কালিগঞ্জের মৌতলা যাওয়ার পথে ভাড়াশিমলা পৌঁছালে আলুর বস্তা বাধা একটি দঁড়ি খুলে যায়। মুকুল সানা চলন্ত অবস্থায় ওই দঁড়ি বাধতে গেলে ট্রাক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।