ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামেকে ডা. আয়েশা ছাত্রী হোস্টেলে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
রামেকে ডা. আয়েশা ছাত্রী হোস্টেলে অগ্নিকাণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ডা. আয়েশা সিদ্দিকা ছাত্রী হোস্টেলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে হোস্টেলের তৃতীয় তলার ৩০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ইলেকট্রিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুনে ওই কক্ষের বই-পুস্তক ও আসবাবপত্র ভস্মীভূত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম বাংলানিউজকে জানান, ৩০৫ নম্বর কক্ষের ছাত্রী শেষ বর্ষের কলি ও তৃতীয় বর্ষের হিরা হিটার জ্বালিয়ে সকালে ক্লাসে চলে যান। ঘরের জানালা-দরজা বন্ধ থাকায় হিটারের তাপে আগুন ধরে যায়। যা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সকাল ১১টার দিকে হোস্টেলের অন্য ছাত্রীরা ধোঁয়া দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে জানায়।

খবরে পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসএস/জেডএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।