ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মৌলভীবাজার: মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সংরক্ষিত ও সাধারণ সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।


 
চেয়ারম্যানদের মধ্যে মো. আজিজুর রহমান (চশমা), এমএম শাহীন (আনারস), এমএ রহিম (মোটরসাইকেল), সুহেল আহমদ (তালগাছ) ও সাহাবুদ্দিন সাবুল (প্রজাপতি) প্রতীক পেয়েছেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলাম বংলানিউজকে জানান, আনন্দঘন পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হলো।

তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলার সাতটি উপজেলার ৬৭টি ইউনিয়ন, পাঁচটি পৌরসভা ও সাতটি উপজেলা মিলে গঠন হয়েছে জেলা পরিষদের ১৫টি ওর্য়াড। আর তাতে রয়েছেন ৯৫৬ জন নির্বাচকমণ্ডলীর সদস্য (ভোটার)। তারা ২৮ ডিসেম্বর ১৫টি কেন্দ্রেই ভোট দেবেন তাদের পছন্দের প্রার্থীদের।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।