ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমতলীতে পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আমতলীতে পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের কাছে স্লুইস গেট সংলগ্ন পায়রা নদী থেকে মো. মোতালেব হাওলাদার (৬৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরগুনা: বরগুনার আমতলী উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের কাছে স্লুইস গেট সংলগ্ন পায়রা নদী থেকে মো. মোতালেব হাওলাদার (৬৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোতালেবের বাড়ি আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কালিবাড়ি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোতালেব বিভিন্ন নদীতে ডুব দিয়ে মাছ ধরতেন। রোববার রাতে মাছ ধরার জন্য স্লুইস গেট সংলগ্ন পায়রা নদীতে ডুব দিয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা আমতলী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বরিশাল থেকে মো. নবিউল্লা নামে এক ডুবুরিকে আনা হয়। তিনি ডুব দিয়ে নদীর তলদেশ থেকে মোতালেবের মরদেহ উদ্ধার করেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুন অর রশিদ বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।