ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকা মো. আশিক (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব-৫) সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকা মো. আশিক (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব-৫) সদস্যরা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আশিক ভোলাহাট উপজেলার বড়গাছি-পশ্চিমপাড়ার আইফুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামে অভিযান চালায় ৠাব। এসময় দুইটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি শ্যুটার গান, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আশিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।