ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওয়াপাড়ায় মাদকসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
নওয়াপাড়ায় মাদকসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোরের নওয়াপাড়ায় ৫১ লিটার চোলাই মদ ও ৭৫ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

যশোর: যশোরের নওয়াপাড়ায় ৫১ লিটার চোলাই মদ ও ৭৫ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) খোদাদাদ হোসেন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সেন্টু আহম্মেদ (৪২) অভয়নগরের নওয়াপাড়া বউ বাজার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ও রুবেল ইসলাম শাওন (২৪) একই উপজেলার বুইকরা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে।

খোদাদাদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫১ লিটার চোলাই মদসহ সেন্টু ও নওয়াপাড়ার চালপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ রুবেলকে আটক করা হয়।

উভয় ঘটনায় র‌্যাব বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।