ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় স্বাস্থ্য সচেতনতায় পল্লী গান ও পথ নাটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
মাগুরায় স্বাস্থ্য সচেতনতায় পল্লী গান ও পথ নাটক

মাগুরার শ্রীপুরে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা মূলক পথনাটক ও পল্লী গান অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা: মাগুরার শ্রীপুরে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা মূলক পথনাটক ও পল্লী গান অনুষ্ঠিত হয়েছে।

শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর এ পথনাটক ও পল্লী গানের আয়োজন করে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পথনাটক ও পল্লীগান অনুষ্ঠিত হয়।

মতিন সরকার ও সাবদারুল বয়াতি পল্লী গান পরিবেশন করেন। ডা. খালিক শিকদারের পরিচালনায় পথ নাটকে অভিনয় করেন- জেসমিন সরকার, সানজিদা আক্তার তিশা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর শাকুর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা স্বাস্থ্য পরদির্শক আবদুল মালেক, আফজাল হোসেনে, আকবর আলি মিয়া, ডা. হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬

পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।