ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট মুক্ত দিবসে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
জয়পুরহাট মুক্ত দিবসে আলোচনা সভা

১৪ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের নয় মাসের সশস্ত্র যুদ্ধের এই দিনে ভারতের ভূইডোবা সীমান্ত দিয়ে মুক্তিযোদ্ধা বাঘা বাবলুর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা পাঁচবিবি হয়ে জয়পুরহাটে আসে।

জয়পুরহাট: ১৪ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের নয় মাসের সশস্ত্র যুদ্ধের এই দিনে ভারতের ভূইডোবা সীমান্ত দিয়ে মুক্তিযোদ্ধা বাঘা বাবলুর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা পাঁচবিবি হয়ে জয়পুরহাটে আসে।

মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পাকিস্তানি বাহিনীরা বগুড়ার দিকে পালিয়ে যায়। পরে শহরের ডাকবাংলোতে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মাধ্যমে জয়পুরহাটকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জয়পুরহাটের পাগলা দেওয়ান বধ্যভ‍ূমির স্মৃতিস্তম্ভে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক আব্দুর রহিম, জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী, সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে বাকী যুদ্ধপরাধীদের বিচারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।