ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমার প্রস্তুতি অর্ধেক সম্পন্ন

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
বিশ্ব ইজতেমার প্রস্তুতি অর্ধেক সম্পন্ন ইজতেমা ময়দান

টঙ্গীর তুরাগ তীরে ২০১৭ সালের ১৩ জানুয়ারি শুরু হতে যাচ্ছে তাবলীগ জামাত আয়োজিত মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা সামনে রেখে সব ধরনের প্রস্তুতি চলছে।

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে ২০১৭ সালের ১৩ জানুয়ারি শুরু হতে যাচ্ছে তাবলীগ জামাত আয়োজিত মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা সামনে রেখে সব ধরনের প্রস্তুতি চলছে।

ইতোমধ্যে অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইজতেমার প্রস্তুতির কাজে তদারকির দায়িত্বে থাকা মুরুব্বি গিয়াস উদ্দিন।  

বাংলানিউজকে তিনি বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুর আগে ময়দানের সব প্রস্তুতি শেষ করার লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। প্রতি বছরের মতো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমা মাঠে প্রস্তুতিমূলক কাজ করছেন।  

তাবলীগ জামাতের উদ্যোগে প্রতি বছর এ ইজতেমা অনুষ্ঠিত হয় গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে। ১৬০ একর এলাকাজুড়ে বিস্তৃত ইজতেমা মাঠে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলীগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। তারা এখানে তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতী কাজ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য জামাত বদ্ধ হয়ে বেরিয়ে যান।  

দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ১৫ জানুয়ারি। চারদিন বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি, শেষ হবে ২২ জানুয়ারি।  

৫২তম বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া জেলাগুলো হলো- গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপলগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, বাগেরহাট, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালি, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল ও সাতক্ষীরা।

১৯৬৭ সাল থেকে নিয়মিত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তবে ১৯৯৬ সালে একই বছর দুইবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। ধর্মপ্রাণ মুসল্লিদের চাপে জায়গা কম হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।