ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মৌলভীবাজার সদর উপজেলার নিতেস্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার নিতেস্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন-সদর উপজেলার কদুপুর গ্রামের হাফিজ আব্দুল হাশিমের ছেলে আশফাক আহমদ (২৫) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।
 
আহত বিশাল আহমদকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারীরা জানান, রাত ২টার দিকে মোটরসাইকেলে করে তারা তিনজন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসছিলেন। পথে নিতেস্বর এলাকায় রাস্তার পাশে রাখা সংস্কার কাজে ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা তিনজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আশফাক ও কামরুলকে মৃত ঘোষণা করেন। পরে বিশালের অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বাংলানিউজকে জানান, কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।