ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাত্রের কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
ধুনটে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাত্রের কারাদণ্ড

বগুড়ার ধুনটে ১০ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সাজেদুর রহমান নামে এক শিক্ষার্থীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ধুনট (বগুড়): বগুড়ার ধুনটে ১০ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সাজেদুর রহমান নামে এক শিক্ষার্থীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত সাজেদুর উপজেলার কুড়িগাতি গ্রামের লিয়াকত আলীর ছেলে এবং ঢাকার একটি কওমী মাদ্রাসার শিক্ষার্থী।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে উত্ত্যক্ত করে আসছিল সাজেদুর। সকালে ওই ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। পথে মথুরাপুর বাজার এলাকায় এলে সাজেদুর তার পথরোধ করে অশ্লীল অঙ্গভঙ্গি করে।

এসময় তার চিৎকারে স্থানীয়রা সাজেদুরকে আটক করে থানায় সোর্পদ করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে দোষ স্বীক‍ার করায় তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।