ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
কাপ্তাই হ্রদে নৌকাবাইচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি: বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ ও নৌকাবাইচ উপ-কমিটির আহ্বায়ক হাজী মুছা মাতব্বর প্রমুখ।

নৌকাবাইচ প্রতিযোগিতায় বড় নৌকা পুরুষ (১৯ জন) প্রথম হয়েছে মধ্যম আদমপাড়ার সাধন ত্রিপুরার দল, দ্বিতীয় হয়েছে কেইল্যামুড়া এলাকার তাতু মণি ত্রিপুরার দল ও তৃতীয় হয়েছে আমতলী এলাকার বাইজ্যা ত্রিপুরার দল।

মাঝারি নৌকা পুরুষ (১৫ জন) প্রথম হয়েছে কেইল্যামুড়া এলাকার বাইট্যা ত্রিপুরার দল, দ্বিতীয় হয়েছে একই এলাকার শান্তি মণি ত্রিপুরার দল ও তৃতীয় হয়েছে একই এলাকার সাধন ত্রিপুরার দল।

ছোট নৌকা পুরুষ (১১ জন) প্রথম হয়েছে সাঁওতালপাড়ার আবু তাহেরের দল, দ্বিতীয় হয়েছে আমতলী এলাকার সুকুমারের দল ও তৃতীয় হয়েছে পুরানপাড়া এলাকার মো. আমিনের দল।

ছোট নৌকা নারী (১১ জন) প্রথম হয়েছে কেইল্যামুড়া এলাকার রচনা ত্রিপুরার দল, দ্বিতীয় হয়েছে একই এলাকার শান্তি রাণী ত্রিপুরার দল ও তৃতীয় হয়েছে একই এলাকার কল্পনা ত্রিপুরার দল।

প্রতিযোগিতায় একক (পুরুষ) প্রথম হয়েছে পুরানপাড়া এলাকার মো. জামাল, দ্বিতীয় হয়েছে একই এলাকার আব্দুল মান্নান ও তৃতীয় হয়েছে একই এলাকার মো. দিদার।

পরে নৌকাবাইচ প্রতিযোগিদের মধ্যে অতিথিরা সনদ ও পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।