ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয়ের বর্ণিল রঙে রাঙানো রাজধানী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
 বিজয়ের বর্ণিল রঙে রাঙানো রাজধানী ছবি-সুমন শেখ

গৌরবের ৪৫তম বর্ষ। এতো বছর পেরিয়ে আরো উজ্জ্বল হয়ে উঠেছে মহান বিজয় দিবস। 

ঢাকা: গৌরবের ৪৫তম বর্ষ। এতো বছর পেরিয়ে আরো উজ্জ্বল হয়ে উঠেছে মহান বিজয় দিবস।

 

রাজধানীর সরকারি-বেসরকারি ভবন সেজেছে বর্ণিল আলোয়, লাল-সবুজের পতাকার রঙে। সন্ধ্যা হতেই ঢাকা পরিণত হয়েছে উসৎবের নগরীতে।  

জিরো পয়েন্ট থেকে সচিবালয় পেরিয়ে শিক্ষা ভবনের সামনে এগিয়ে এলে দেশের সর্বোচ্চ আদালত চোখে পড়ে। বিজয় দিবসের আগের দিন বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে সেই আদালত যেন একেবারেই পাল্টে গেছে। চিরচেনা গম্বুজের চেহারাই পাল্টে দিয়েছে লাল-সবুজ আলো।  

শুধুই কী সুপ্রিম কোর্ট? বর্ণিল রঙে সেজেছে নগর ভবনও। যেটি এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সচিবালয়ের উল্টো পাশে উসমানী মিলনায়তনকে লাল-সবুজ রঙে সাজানো হয়েছে।  

তবে এ আলোর ঝলকানি বেশি চোখে পড়ছে বাণিজ্যিক এলাকা মতিঝিলে। শাপলা চত্বরের আশে পাশের উঁচু ভবনে শোভা পাচ্ছে বিজয়ের লাল-সবুজ রঙ।

এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে আলোর মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের একটি মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে।  ছবি: বিজয়ের রঙ্গে রঙিন রাজধানী

একইভাবে নগরীর বেশিরভাগ ভবনই আলো দিয়ে রাঙানো হয়েছে। রাজধানী জুড়ে বইছে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৬,২০১৬
ইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।