ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিজয়ের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
দিনাজপুরে বিজয়ের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুরে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের বিজয়ের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত শহীদদের স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

দিনাজপুর: দিনাজপুরে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের বিজয়ের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত শহীদদের স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

বিজয়ের প্রথম প্রহরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর এমপি প্রথমে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর পর যথাক্রমে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ফুল দিয়ে
শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।