ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় মহান বিজয় দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
পাবনায় মহান বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

পাবনা: নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

 

 
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ০১ মিনিটে পাবনার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ দূর্জয় পাবনার পাদদেশে ফুল দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করেন।

পরে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।

পরে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতি সংগঠন পাবনা ড্রামা সার্কেল দূর্জয় পাবনা শহীদ বেদী প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের আলোক চিত্র প্রর্দশন করে।

এছারাও জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।