ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
কেরানীগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ’।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ’।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ছোট ছোট ছেলে-মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ছবি দেখছে।

তাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবির ঘটনা বর্ণনা করছেন মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের সভাপতি জহিরুল হক।

মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের জনসংযোগ কর্মকর্তা জমির হোসেন বাংলানিউজকে বলেন, স্থিরচিত্র প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের দুর্লভ শতাধিক ছবি স্থান পেয়েছে। এসব ছবি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের সভাপতি জহিরুল হক বাংলানিউজকে বলেন, আমরা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ কর্মসূচি পালন করেছি। এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, গীতিনাট্য ‘গম্ভিরা’ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ওহেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, কোষাধ্যক্ষ নাইমুর রহমান দুর্জয় ও সদস্য আসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।