ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে প্রতিপক্ষের গুলিতে একই পরিবারের তিনজন আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
খিলক্ষেতে প্রতিপক্ষের গুলিতে একই পরিবারের তিনজন আহত

রাজধানীর খিলক্ষেতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে খিলক্ষেত থানাধীন ডেলনা এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে খিলক্ষেত থানাধীন ডেলনা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- সদু মিয়া (৫০), তার ছেলে আব্দুল হালিম (৩০) ও বোন ফাতেমা বেগম (৪৫)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সদু মিয়া বাংলানিউজকে বলেন, স্থানীয় হামিদুর রহমান নামে এক ব্যক্তি জোর করে আমাদের জমির ওপর দিয়ে ড্রেজার মেশিনের পাইপ টেনে নিয়েছেন। সকালে আমি, আমার ছেলে আর বোন এর প্রতিবাদ করলে তিনি আমাদের লক্ষ্য করে শটগানের গুলি ছোড়েন। এতে আমাদের তিনজনের পায়ে গুলি লাগে। পরে পরিবারের অন্য সদস্যরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বিষয়টি খিলক্ষেত থানাকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজেডএস/ওএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।