ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওসমানী বিমানবন্দরে পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ওসমানী বিমানবন্দরে পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রায় একমাস পর আবারও স্বর্ণের চালান উদ্ধার হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে।

সিলেট: প্রায় একমাস পর আবারও স্বর্ণের চালান উদ্ধার হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি- ০৫২) জনৈক যাত্রী স্বর্ণের চালানটি আনেন।

পরে কাস্টমস কর্নারে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১৬ পিস (এক কেজি আটশ’ গ্রাম) এই স্বর্ণের বার পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা স্বর্ণগুলো জব্দ করে। বিমানবন্দর কাস্টমস সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এর আগে গত ১৬ নভেম্বর ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট (বিজি-২২৮) থেকে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

এসএ/এনইউ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।