ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় লোকাল বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
কোটালীপাড়ায় লোকাল বাস চলাচল বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।

 

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ওই সড়কগুলো অবরোধ করে এলাকাবাসী।

এতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে লোকাল বাস বাদে অন্যান্য যানবাহন ছেড়ে দেয় এলাকাবাসী।

 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়ায় তাড়াশি এলাকায় বাস-নসিমনের সংঘর্ষে তিন নির্মাণ শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন- উপজেলার কয়খা গ্রামের জাকির হাওলাদার ওরফে হেলাল (৪৩), সৌরউদ্দিন হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (২৮), নজির কাজী (৩৫)।

গুরুতর আহত সোহরাব গাজী (৫০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিএসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।