ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।  শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সংলগ্ন তৎকালীন জেলা প্রশাসন প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা কর্নেল মনীষ দেওয়ান ও সাবেক বিএলএফ'র মুক্তিযোদ্ধা সাংবাদিক শামসুদ্দিন আহমেদ পেয়ারা।

পরে উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা কর্নেল মনীষ দেওয়ানের সভাপতিত্বে ও ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক ছাত্রনেতা প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে’র সঞ্চালনায় সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন- রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিল কমান্ডার রবার্ট রনাল্ড পিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তিযোদ্ধা রণবিক্রম কিশোর ত্রিপুরা, বর্তমানে ভারতীয় নাগরিক রাঙামাটির সন্তান মুক্তিযোদ্ধা অশোক মিত্র কার্বারী, মুক্তিযোদ্ধা সাংবাদিক শামসুদ্দিন আহমেদ পেয়ারা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।