ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধান বিচারপতির পক্ষ থেকে সাঁওতালদের অর্থসহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
প্রধান বিচারপতির পক্ষ থেকে সাঁওতালদের অর্থসহায়তা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পক্ষ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর ও জয়পুরপাড়ার ক্ষতিগ্রস্ত সাঁওতালদের অর্থসহায়তা দেওয়া হয়েছে।

গাইবান্ধা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পক্ষ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর ও জয়পুরপাড়ার ক্ষতিগ্রস্ত সাঁওতালদের অর্থসহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির পক্ষে বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী পরিদর্শনে করে এ সহায়তা দেন।

 

এসময় প্রধান বিচারপতির পক্ষ থেকে মাদারপুরের ক্ষতিগ্রস্ত ১৭৮টি পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা দেওয়া হয়। এছাড়া নিহত শ্যামল হেমরম এবং মঙ্গল মার্ডির পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেওয়া হয়। এসময় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩শ’ কম্বলও বিতরণ করা হয়।  

সৈয়দ আমিনুল ইসলাম এসময় বলেন, সাঁওতালদের সমস্যা সমাধানে প্রধান বিচারপতি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।  

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত সাঁওতালদের ব্যাপারে প্রধান বিচারপতি অবগত। এছাড়া এখানকার বিপর্যয়ে তিনি উদ্বিগ্ন। তাদের ব্যাপারে তিনি সবার সঙ্গে কথা বলেছেন যাতে এর সুষ্ঠু বিচার ও সমাধান হয়।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেল জাহিদ হোসেন, গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার রেজানুর রহমান প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।