ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ারের দাফন সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ারের দাফন সম্পন্ন

মাগুরায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার খসরুর দাফন সম্পন্ন হয়েছে। 

মাগুরা: মাগুরায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার খসরুর দাফন সম্পন্ন হয়েছে।  

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে নামাজে জানাজা শেষে শহরের পৌর গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

 

মুজিব বাহিনীর উপ-অধিনায়ক মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার শুক্রবার মাগুরা শহরের নিজ বাড়িতে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে গুরুতর অসুস্থ হন। ওই দিন তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে রাতে তিনি মারা যান।  

রোববার দুপুরে তার মরদেহ  মাগুরায় নিয়ে এলে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান ও জানাজায় অংশ নেন।  

পরে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদর্শন করে।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।