ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বাগাতিপাড়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

নাটোরের বাগাতিপাড়ায় বাবুল আক্তার (৪৬) নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় বাবুল আক্তার (৪৬) নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় পেড়াবাড়িয়া মালঞ্চি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মালঞ্চি-পেড়াবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতি এ  কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন-সমিতির সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ব্যবসায়ী আসাদুজ্জামান, বর্জাংলাল আগরওয়ালা, হেলাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা ব্যবসায়ী বাবুল আক্তারকে অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্টাকারী সোহেল রানাকে (৩৫) গ্রেফতার ও তার ব্যবহৃত অবৈধ পিস্তল উদ্ধারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হ‍য়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসম্বের ১৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।