ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে শিশু হত্যার অভিযোগে সৎ মা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
মিরসরাইয়ে শিশু হত্যার অভিযোগে সৎ মা আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে মাহমুদুল ইসলাম রোহান নামে (৩) একটি শিশুকে হত্যার অভিযোগে সৎ মা সুমি আক্তারকে আটক করেছে পুলিশ।

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে মাহমুদুল ইসলাম রোহান নামে (৩) একটি শিশুকে হত্যার অভিযোগে সৎ মা সুমি আক্তারকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশে ডোবা থেকে শিশু রোহানের মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

উপজেলার ধুম ইউনিয়নের নাহরপুর গ্রামের কানু মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

রোহানের মা রুমা আক্তার বাংলানিউজকে জানান, শনিবার রাতে তার স্বামী নজরুল ইসলামের সঙ্গে সতীন সুমি আক্তারের ঝগড়া হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রোহান উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এসময় সুমিকে জিজ্ঞেস করলে রোহান ঘরের ভেতরে খেলা করছিল বলে জানান। কিন্তু ঘরের ভেতর রোহানকে পাওয়া যায় না। একপর্যায়ে ডোবা থেকে রোহানের মরদেহ উদ্ধার করা হয়।

রোহানের মায়ের অভিযোগ, সুমি রোহানকে গলাটিপে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, রোহানের মরদেহ উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য সুমি আক্তারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।