ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজাঝি দিঘীর সৌন্দর্য বর্ধনে ৪ কোটি টাকার প্রকল্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
রাজাঝি দিঘীর সৌন্দর্য বর্ধনে ৪ কোটি টাকার প্রকল্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী রাজাঝির দিঘীর সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে স্থাপনের জন্য চার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। 

ফেনী: ফেনী রাজাঝির দিঘীর সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে স্থাপনের জন্য চার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।  

এ প্রকল্পের মাধ্যমে শহরের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধিতে রাজাঝি দিঘীর পাড়ে প্রাচীর, মানুষের হাঁটা চলার জন্য রাস্তা প্রশস্তকরণ ও চারপাশের বাগান তৈরি করা হবে।

ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বাংলানিউজকে জানান, দিঘীটি অবৈধ দখলের কারণে শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হয়েছে। প্রকল্পের প্রাপ্ত ৪ কোটি টাকা দিয়ে দিঘীর সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। আগামী দু’ একদিনের মধ্যে ফেনী পৌরসভা এর কাজ শুরু করবে।

শনিবার (১৭ ডিসেম্বর) দিঘীর পাড় দখল মুক্ত করা হয়। এর আগে ১৫ ডিসেম্বর দিঘীর পাড়ের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।