ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলীকদমে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আলীকদমে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

বান্দরবানের আলীকদম এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বান্দরবান: বান্দরবানের আলীকদম এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।  

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের আলোর ঝিরি এলাকার চন্দ্রমনি পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

এরা হলেন- থানচি উপজেলার বিলরাং পাড়ার কেতং ত্রিপুরা (৪১), আলীকদম উপজেলার থিংকু পাড়ার ক্যমং ত্রিপুরা (৪৮) ও প্রভাত পাড়ার ছবিরাম ত্রিপুরা (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওই বাড়ি থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৩টি এসএমজি সদৃশ কাঠের তৈরি বন্দুকসহ তিন ব্যক্তিকে আটক করা হয়।  

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।