ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
মুক্তাগাছায় সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের মুক্তাগাছায় সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শহীদ হযরত আলী অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শহীদ হযরত আলী অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় উপজেলা পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকারিয়া হারুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলকার নায়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহবুব হোসেন প্রমুখ।

সভায় আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তাগাছা উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা ও সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।