ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়দিন উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বড়দিন উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার  ছবি: রহমান মাসুদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বড়দিন উপলক্ষে রাজধানীর ৬২টি চার্জসহ সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ঢাকা: বড়দিন উপলক্ষে রাজধানীর ৬২টি চার্জসহ সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বড়দিন ও থার্টি ফার্স্ট অনুষ্ঠান উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এছাড়া খ্রিস্টান অধ্যুষিত এলাকায় নিরাপত্তা, বিদ্যুৎ ও ট্রাফিক ব্যবস্থাও বিশেষভাবে জোরদার করা হবে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, থার্টি ফার্স্ট (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ করা যাবে না। এছাড়া ওইদিন সন্ধ্যা ৬ট‍া থেকে রাত অবদি সব মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

আরএম/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।