ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় অপহৃত ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
চুয়াডাঙ্গায় অপহৃত ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপহরণের ৬দিন পর কাঠ ব্যবসায়ী আমিনুল ইসলামের (৬০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপহরণের ৬দিন পর কাঠ ব্যবসায়ী আমিনুল ইসলামের (৬০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

এ ঘটনায় জড়িত অভিযোগে আভা রানি (৫০), তার ছেলে সঞ্জয় (৩৫) ও সুজনকে (৩২) আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

আমিনুল ইসলাম উপজেলার আইলহাস গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।  

পুলিশ জানায়, মঙ্গলবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় খাসকররা বাজার থেকে আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত যানবাহন) যোগে বাড়ি ফেরার পথে কাঠ ব্যবসায়ী আমিনুল ইসলামকে অপহরণ করা হয়।  

এরপর সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি ভুট্টাক্ষেত থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায় নি। তবে, পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৩ জনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।