ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থসহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ফুলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থসহায়তা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র ও বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় তাদের এ সহায়তা দেন সুপ্রিম কোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার।

 

এসময় উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল হালিম টলস্টয়, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম রিশাত, মমতা বেগম, আব্দুল গফুর মণ্ডল প্রমুখ।  

ফুলছড়ি উপজেলার এক হাজার ২২০টি পরিবারকে চার হাজার টাকা করে তিন কিস্তিতে মোট ১২ হাজার টাকা করে দেওয়া হবে। এতে এক কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।