ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইটনায় ৭ হোটেলকে জরিমানা  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ইটনায় ৭ হোটেলকে জরিমানা  

কিশোরগঞ্জের ইটনায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে সাতটি খাবার হোটেল ও মিষ্টির দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ। 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে সাতটি খাবার হোটেল ও মিষ্টির দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ।  

সোমবার (১৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান এ জরিমানা আদায় করেন।

জরিমানা প্রদানকৃত প্রতিষ্ঠানগুলো হলো- বাজিতপুর মিষ্টান্ন ভাণ্ডার ও হোটেল, জিয়া হোটেল, রাশিদ হোটেল, সুজিত মিষ্টান্ন ভাণ্ডার, মা হোটেল, আদি টি স্টল, নুরু হোটেল ও চম্পা হোটেল। এদের কাছ থেকে ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান বাংলানিউজকে জানান, এসব প্রতিষ্ঠান ছাড়াও অশ্লীল ও কুরুচিপূর্ণ ভিডিও পাওয়ায় তিনটি কম্পিউটার দোকানের হার্ডডিস্ক জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।