ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

নেত্রকোনা: নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, বিকেল ৩টার দিকে মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনচালকের ওপর যাত্রীরা হামলা করে। এতে চালক এনায়েত হোসেন (৪০) ও জাহাঙ্গীর আলম (২৮) আহত হন। পরে তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।  

স্টেশন মাস্টার রকিব উদ্দিন বাংলানিউজকে জানান, ময়মনসিংহ থেকে চালক এসে রাতে ট্রেন চালু করেন। এতে করে চারটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসে যা যাত্রীদের বিড়ম্বনার কারণ হয়। চালকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই স্টেশন মাস্টার।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।