ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রাম প্রেসক্লাবের ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
কুড়িগ্রাম প্রেসক্লাবের ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম: মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে ব্যাডমিন্টন (একক), ব্যাডমিন্টন (দ্বৈত) এবং কেরাম (একক), কেরাম (দ্বৈত) খেলার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।
 
এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক ইউনুস আলী, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন শ্যামল ভৌমিক (চ্যানেল আই) ও বাদশা সৈকত (এসএ টিভি) জুটি এবং রানার্স আপ হয়েছেন ফজলে ইলাহী স্বপন (বাংলানিউজ২৪) ও একরামুল হক স¤্রাট (আরডিভি) জুটি।
ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন একরামুল হক সম্রাট (আরটিভি) এবং রানার্স আপ হয়েছেন রেজাউল করিম রেজা (নয়াদিগন্ত)।

কেরাম দ্বৈতে চ্যাম্পিয়ন আতাউর রহমান বিপ্লব (একুশে টিভি) ও জাহিদুল ইসলাম জাহিদ (গাজী টিভি) জুটি এবং রানার্স আপ হয়েছেন মমিনুল ইসলাম মঞ্জু (সময় টিভি) ও শাহীন আহমেদ (খবরপত্র) জুটি।

কেরাম এককে চ্যাম্পিয়ন শাহীন আহমেদ (খবরপত্র) এবং রানার্স আপ হয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ (গাজী টিভি)।

দু’টি খেলাই পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক রেজাউল করিম রাজু ও গোবিন্দ ব্যানার্জী।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।