ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
নোয়াখালীতে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনকে শোকজ

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের কারণে তিনজন চেয়ারম্যান প্রার্থী ও সাতজন সাধারণ সদস্য প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা।

নোয়াখালী: নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের কারণে তিনজন চেয়ারম্যান প্রার্থী ও সাতজন সাধারণ সদস্য প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রত্যেক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ প্রাপ্ত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক ডা. এ বি এম জাফর উল্যাহ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. এ কে এম জাফর উল্যাহ এবং জাপা সমর্থিত প্রার্থী মীর মোশরফ হোসেন মিরন।

সদস্যদের মধ্যে রয়েছেন- ১০ নং ওয়ার্ডের মোজাম্মেল হক মিরন, আনোয়ার হোসেন, মো. ওজি উল্যা, এ টি এম জাকের হোসেন বাবুল, আবু জাফর আবির, আলাবক্স তাহের টিটু ও ১২ নং ওয়ার্ড প্রার্থী জহিরুল হক জহির।

জেলা পরিষদ নির্বাচনে দায়িত্বরত সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বাংলানিউজকে জানান, অভিযুক্ত প্রার্থীরা বিভিন্ন স্থানে দেয়ালে নির্বাচনের প্রচারণা পোস্টার লাগিয়েছেন। এতে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন হয়েছে। তাই অভিযুক্ত ১০ জন প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।