ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে ৪ কারখানা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
লালপুরে ৪ কারখানা মালিককে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির চার কারখানা মালিককে এক লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নাটোর: নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির চার কারখানা মালিককে এক লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম এ জরিমা‍না করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-মহেশপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৪), তার ভাই গোলাম মোস্তফা (৪৫), বালিতিতা ইসলামপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে একাব্বর হোসেন (৩০) ও লালপুর কলোনির আসমত শেখের ছেলে সিকদার (৪৬)।

নাটোর ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার মহেশপুর, বালিতিতা ইসলামপুর ও লালপুর কলোনিতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ভেজাল গুড়, চিটাগুড়, রঙ ও রাসায়নিক কেমিক্যালসহ ওই চার কারখানা মালিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ জরিমানা করেন।

পরে জব্দকৃত ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ পুকুরের পানিতে ফেলে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।